পরিচালক, বিসিএসআইআর গবেষণাগার ঢাকা
এবং
 
চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)
 এর মধ্যে স্বাক্ষরিত
 
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি
 
 
১ জুলাই, ২০১৬ – ৩০ জুন, ২০১৭
 
 
সূচিপত্র
 
 
বিসিএসআইআর গবেষণাগার ঢাকা-এর কর্মসম্পাদনের সার্বিক চিত্র
  •  
প্রস্তাবনা / উপক্রমণিকা
সেকশন-১: বিসিএসআইআর গবেষণাগার ঢাকা-এর রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলি
সেকশন-২: বিসিএসআইআর গবেষনাগার ঢাকাএর বিভিন্নকার্যক্রমের চূড়ান্ত ফলাফল/প্রভাব(Outcome/Impact)
সেকশন-৩:কৌশলগত উদ্দেশ্য, অগ্রাধিকার, কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষ্যমাত্রাসমূহ
সংযোজনী-১: শব্দসংক্ষেপ (Acronyms)
১২
সংযোজনী-২:কর্মসম্পাদন সূচকসমূহ, বাস্তবায়নকারী দপ্তর/বিভাগ এবং পরিমাপ পদ্ধতি
১৩
সংযোজনী- ৩: অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের নিকট সুনির্দিষ্ট কর্মসম্পাদন চাহিদা
১৫
 
 

বিসিএসআইআর গবেষণাগার ঢাকা-এর কর্মসম্পাদনের সার্বিক চিত্র

(Overview of the Performance of  BCSIR Laboratories Dhaka)

 

(৩ বছর)

বিসিএসআইআর গবেষণাগার ঢাকা এর প্রধান কাজ হল কেন্দ্রীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে বিজ্ঞান ও শিল্পগবেষণার উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর এবং শিল্প প্রতিষ্ঠা। এই লক্ষ্যে বিগত ৩ বছরে 70 টি আর এন্ডডি প্রকল্প, ১2 টি বিশেষ অনুদান প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2 টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এছাড়া ও দক্ষ মানব সম্পদ তৈরীর লক্ষ্যে ১৩ জনের ফেলোশিপ, ১20 জনের এমএসসি,ও পিএইচডি গবেষণাকর্ম তত্ত্বাবধারন করা হয়েছে। এ ছাড়া ব্যবসা বানিজ্য সম্প্রসারনের লক্ষ্যে বিভিন্ন শিল্প উদ্যেক্তা আমদানী রপ্তানী কারক প্রতিষ্ঠান, এবং সরকারী ও বেসরকারী পর্যায়ে মোট 4০০০ নমুনা বিশ্লেষণ করা হয়েছে। ৩৪টি বিশ্লেষণ প্যারামিটারের ISO/IEC 17025 অ্যাক্রিডিটেশান সার্টিফিকেট অর্জন, 4 টি নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং 5 টি পেটেন্ট অর্জন ,এবং 4 টি প্রযুক্তি, শিল্প উদ্যেক্তাদের মধ্যে হস্তান্তর করা হয়েছে,তাছাড়া টেকসই প্রযুক্তি সম্প্রসারনের লক্ষ্যে ২১ টি লাগসই প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে।

                                                           

সমস্যা এবংচ্যালেঞ্জসমূহঃ

·        গবেষণাগার সমূহ আন্তর্জাতিক মানে উন্নতীকরণের লক্ষ্যে সামর্থ্য বৃদ্ধি

·        উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষমানব সম্পদ তৈরীকরণ

·        উদ্ভাবিত প্রযুক্তি সমূহ বানিজ্যিকরণ

ভবিষ্যৎ পরিকল্পনা

·        বিসিএসআইআর গবেষণাগার ঢাকাকে আন্তর্জাতিক মানের গবেষণাগার হিসাবে প্রতিষ্ঠা করা।

·        টেকসই প্রযুক্তির উদ্ভাবন, উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে শিল্প উদ্যেক্তা সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়ন

২০১6-২০১7 অর্থবছরে সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ

গবেষণা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ৩০টি ,বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ 40টি, প্রসেস ৫ টি, পেটেন্ট-৩টি, ফেলোশিপ 8 টি, সমঝোতা স্বাক্ষর ৬টি, শিল্প সমস্যা সমাধান ১2০০টি, গবেষণাগার আধুনিকিকরন ৩টি, এমএস/পিএইচডি সম্পাদন ৫0 টি

প্রস্তাবনা উপক্রমনিকা
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার ঢাকা-এর পক্ষে পরিচালক
এবং
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর পক্ষ্যেচেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর মধ্যে ২০১৬ সালের জুলাই মাসের ২৭ তারিখে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হল।
 
এই চুক্তিতে স্বাক্ষরকারী উভয়পক্ষ নিম্নলিখিত বিষয়সমূহে সম্মত হলেন:
সেকশন-১
 
বিসিএসআইআর গবেষণাগার ঢাকা-এর রূপকল্প(Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবংকার্যাবলি
১.১ রূপকল্প(Vision)
আন্তর্জাতিক মানের যুগোপযুগী গবেষণা কার্যক্রম এবং বিশ্লেষণ সেবা প্রদাণের লক্ষ্যে গবেষণাগারের উন্নয়ন
১.২ অভিলক্ষ্য(Mission)
বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্র সমূহ যথাক্রমে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, ফার্মাসিউটিক্যাল, ফাইবার পলিমার, ন্যানো ম্যাটেরিয়াল, ক্ষেত্রে যুগোপযুগী গবেষণা করে, গবেষণাগারের উন্নয়ন, দক্ষ জনবল সৃস্টি, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের মাধ্যমে দেশের শিল্পায়ন ও উন্নয়নে সহায়তা প্রদান।
১.৩ কৌশলগত উদ্দেশ্য (Strategic Objectives)
১.৩.১ বিসিএসআইআর-এর কৌশলগত উদ্দেশ্যেসমূহ
  1. বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা সক্ষমতা বৃদ্ধি
  2. আর্থ-সামাজিক উন্নয়নে পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তি উদ্ভাবন এবং বিস্তার
  3. বিজ্ঞান ও প্রযুক্তি প্রসারে অবকাঠামো উন্নয়ন
১.৩.২ আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ
১. দক্ষতারসঙ্গে বার্ষিক কর্মসম্পাদন সমঝোতা স্মারক বাস্তবায়ন
২. উদ্ভাবনওঅভিযোগপ্রতিকারেরমাধ্যমেসেবারমানোন্নয়ন
৩. দক্ষতাওনৈতিকতার উন্নয়ন
৪. তথ্যঅধিকার ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশ বাস্তবায়ন
৫. আর্থিকব্যবস্থাপনারউন্নয়ন
১.৪ কার্যাবলি (Functions)
১. দেশীয় কাঁচামাল ব্যবহারে আমদানী বিকল্প শিল্পপণ্য উৎপাদন ও শিল্পদোক্তাদের নিকট প্রযুক্তি হস্তান্তর
২. বিভিন্ন বড় মাঝারি ও ক্ষুদ্র শিল্পে সহায়তা প্রদান
৩. আন্তর্জাতিকমানের বিশ্লেষন সেবা প্রদান
৪. দক্ষ মানব সম্পদ উন্নয়নে সহায়তা প্রদান
৫. প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়নে সহায়তা প্রদান
৬. সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে জনসচেতনতা তৈরীতে সহায়তা প্রদান
৭. আর্সেনিক দুরীকরণ প্রযুক্তির গুন্গতমান ও কার্যকারিতা যাচাইকরণ
৮. আধুনিক যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ সেবা প্রদান
 
 
সেকশন-২
 
বিসিএসআইআর গবেষণাগার ঢাকা-এর বিভিন্ন কার্যক্রমের চূড়ান্ত ফলাফল/প্রভাব(Outcome/Impact)
 
চূড়ান্ত ফলাফল/প্রভাব
চূড়ান্ত ফলাফল সূচক
একক
ভিত্তি বছর
২০১৪-১৫
 
প্রকৃত*
২০১৫-১৬
লক্ষ্যমাত্রা ২০১৬-১৭
প্রক্ষেপন
নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যৌথভাবে দায়িত্বপ্রাপ্ত দপ্তর/ বিভাগ/ইনস্টিটিউট সমূহরে নাম
 
উপাত্তসূত্র
 
২০১৭-১৮
২০১৮-১৯
১. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণায় সহায়তা বৃদ্ধিকরন